ময়মনসিংহ , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাম্প আবারও ৭৫ দিন পেছালেন টিকটকের নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ৭৫ দিনের জন্য পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর ঝুলে থাকা নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ।তিনি গতকাল শুক্রবার (৪ এপ্রিল) এ সম্পর্কিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে দেশটিতে টিকটককে দ্বিতীয়বারের মতো লাইফলাইন প্রদান করলেন । 

নয়তো আজই (৫ এপ্রিল) দেশটিতে নিষেধাজ্ঞার সম্মুখীন হতো চীনের বাইটড্যান্সের মালিকানাধীন স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপটি।

পোস্টে আরও লিখেছেন, ‘আমরা চাই না টিকটক “বন্ধ” হয়ে যাক। চুক্তিটি সম্পন্ন করার জন্য আমরা টিকটক ও চীনের সাথে কাজ করতে আগ্রহী।’ টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সও গতকাল শুক্রবার এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, টিকটককে আমেরিকার বাজারে সচল রাখতে তারা ট্রাম্প সরকারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে।

গত বছর এপ্রিলে বাইডেন সরকার প্রণীত আইনে জাতীয় নিরাপত্তা ইস্যুতে আমেরিকায় নিষেধাজ্ঞার কবলে পড়ে টিকটক। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের অভিযোগ ছিল, আমেরিকান টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর অবাধ নিয়ন্ত্রণ রয়েছে চীন সরকারের। এই তথ্য ব্যবহার করে চীন আমেরিকায় গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে। যদিও বাইটড্যান্স ও চীন এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

বাইডেন সরকারের আইন অনুযায়ী, বাইটড্যান্সকে টিকটকের আমেরিকা অংশের ব্যবসার নিয়ন্ত্রণমূলক মালিকানা ছেড়ে দিতে হবে কোনো আমেরিকান ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। অন্যথায় দেশটিতে টিকটককে নিষিদ্ধ করা হবে। বাইটড্যান্সকে আমেরিকা বিজনেসের অধিকাংশ শেয়ার বিক্রির জন্য ৬ মাসের সময় বেঁধে দেওয়া হয়, যেটা শেষ হয়েছে গত ১৯ জানুয়ারি।

তবে মালিকানা হস্তান্তরের জন্য চুক্তি সম্পাদনে ব্যর্থ হয় বাইটড্যান্স। তবে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে টিকটকের নিষেধাজ্ঞা কার্যকর ৭৫ দিন পিছিয়ে দেন। ফলে সাময়িকভাবে নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয় টিকটক। এই ৭৫ দিনে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আজ (৫ এপ্রিল)।

বিগত ২ মাসেরও বেশি সময় ধরে হোয়াইট হাউজের তত্ত্বাবধানে ওরাকল থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বাইটড্যান্স আলোচনা করেছে। কিন্তু এবারও কারো সাথেই টিকটকের আমেরিকা অংশের ব্যবসা বিক্রি সম্পর্কিত চুক্তি সম্পাদন করতে পারেনি বাইটড্যান্স।

ফলে আরও একবার টিকটকের জন্য লাইফলাইন নিয়ে হাজির হলেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বৃদ্ধি করেছেন তিনি। সে হিসেবে এবার ১৯ জুনের মধ্যে বাইটড্যান্সকে টিকটিক ইস্যুতে চুক্তি সম্পাদন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্প আবারও ৭৫ দিন পেছালেন টিকটকের নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ৭৫ দিনের জন্য পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর ঝুলে থাকা নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ।তিনি গতকাল শুক্রবার (৪ এপ্রিল) এ সম্পর্কিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে দেশটিতে টিকটককে দ্বিতীয়বারের মতো লাইফলাইন প্রদান করলেন । 

নয়তো আজই (৫ এপ্রিল) দেশটিতে নিষেধাজ্ঞার সম্মুখীন হতো চীনের বাইটড্যান্সের মালিকানাধীন স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপটি।

পোস্টে আরও লিখেছেন, ‘আমরা চাই না টিকটক “বন্ধ” হয়ে যাক। চুক্তিটি সম্পন্ন করার জন্য আমরা টিকটক ও চীনের সাথে কাজ করতে আগ্রহী।’ টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সও গতকাল শুক্রবার এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, টিকটককে আমেরিকার বাজারে সচল রাখতে তারা ট্রাম্প সরকারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে।

গত বছর এপ্রিলে বাইডেন সরকার প্রণীত আইনে জাতীয় নিরাপত্তা ইস্যুতে আমেরিকায় নিষেধাজ্ঞার কবলে পড়ে টিকটক। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের অভিযোগ ছিল, আমেরিকান টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর অবাধ নিয়ন্ত্রণ রয়েছে চীন সরকারের। এই তথ্য ব্যবহার করে চীন আমেরিকায় গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে। যদিও বাইটড্যান্স ও চীন এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

বাইডেন সরকারের আইন অনুযায়ী, বাইটড্যান্সকে টিকটকের আমেরিকা অংশের ব্যবসার নিয়ন্ত্রণমূলক মালিকানা ছেড়ে দিতে হবে কোনো আমেরিকান ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। অন্যথায় দেশটিতে টিকটককে নিষিদ্ধ করা হবে। বাইটড্যান্সকে আমেরিকা বিজনেসের অধিকাংশ শেয়ার বিক্রির জন্য ৬ মাসের সময় বেঁধে দেওয়া হয়, যেটা শেষ হয়েছে গত ১৯ জানুয়ারি।

তবে মালিকানা হস্তান্তরের জন্য চুক্তি সম্পাদনে ব্যর্থ হয় বাইটড্যান্স। তবে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে টিকটকের নিষেধাজ্ঞা কার্যকর ৭৫ দিন পিছিয়ে দেন। ফলে সাময়িকভাবে নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয় টিকটক। এই ৭৫ দিনে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আজ (৫ এপ্রিল)।

বিগত ২ মাসেরও বেশি সময় ধরে হোয়াইট হাউজের তত্ত্বাবধানে ওরাকল থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বাইটড্যান্স আলোচনা করেছে। কিন্তু এবারও কারো সাথেই টিকটকের আমেরিকা অংশের ব্যবসা বিক্রি সম্পর্কিত চুক্তি সম্পাদন করতে পারেনি বাইটড্যান্স।

ফলে আরও একবার টিকটকের জন্য লাইফলাইন নিয়ে হাজির হলেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বৃদ্ধি করেছেন তিনি। সে হিসেবে এবার ১৯ জুনের মধ্যে বাইটড্যান্সকে টিকটিক ইস্যুতে চুক্তি সম্পাদন করতে হবে।