রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিমকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। বিকালে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম।
তবে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ঠিক করে দেন।