ময়মনসিংহ , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাকিব আল হাসান টানা দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান টানা দুই ম্যাচে ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই ব্যর্থ। শেষ হলো অভিজ্ঞ অলরাউন্ডারের আরেকটি নিষ্প্রভ দিন।

গ্লোবাল সুপার লিগে সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকালের ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন সাকিব।

সাকিবের নিষ্প্রভ দিনে জিততে পারেনি দুবাই ক্যাপিটালস। ১৩৯ রানের লক্ষ্যে দুবাইকে মাত্র ৮১ রানে গুঁড়িয়ে দিয়ে ৫৭ রানের ব্যবধানে জয় পেল গায়ানা।

তবে ২৪ ঘণ্টা পরই মুদ্রার অন্য পিঠ দেখে ফেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বল হাতে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে আউট হয়ে যান মাত্র ৭ রান করে।

সোমবারের ম্যাচে অব্যাহত রইল তার ব্যর্থতার ধারা। বিশ ওভারের ক্রিকেটে এ নিয়ে সবশেষ ১১ ম্যাচের ৭টিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব। ব্যাটিং পাননি এক ম্যাচে। আর বল হাতে এই ১১ ম্যাচের ৮টিতে কোনো উইকেট পাননি তিনি।

গায়ানার বিপক্ষে কোনো উইকেট না পেলেও, আঁটসাঁট বোলিংয়ে রানের চাকা থামিয়ে রাখেন সাকিব। সপ্তম ওভারে আক্রমণে টানা ৪ ওভারের স্পেল করেন তিনি।

নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন তিনি। পরের ওভারে সাকিবের বলে একমাত্র ছক্কাটি মারেন মইন আলি। বাকি দুই ওভার থেকে সাকিবের খরচ মাত্র ৭ রান।

দুবাইয়ের পক্ষে কালিম সানা ৩১ রানে ৪ উইকেট নিলে বেশি বড় হয়নি গায়ানার স্কোর।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় দুবাই। পঞ্চম ওভারে পরপর সেদিকুল্লাহ আটাল ও গুলবাদিন নাইবকে ফেরান রোমারিও শেফার্ড। হ্যাটট্রিক বল মোকাবিলা করতে নেমে আর বিপদ ঘটতে দেননি সাকিব।

ওই ওভারের শেষ বলে লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে বাউন্ডারি মারেন অভিজ্ঞ অলরাউন্ডার। পরের ওভারে মইনের বলে বড় শটের খোঁজে নিজের বিপদ ডেকে আনেন তিনি।

দুবাইয়ের অন্য ব্যাটসম্যানরাও তেমন কিছু করতে পারেননি। ফলে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

মাত্র ১২ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির।

তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে দুবাই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিব আল হাসান টানা দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ

আপডেট সময় ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান টানা দুই ম্যাচে ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই ব্যর্থ। শেষ হলো অভিজ্ঞ অলরাউন্ডারের আরেকটি নিষ্প্রভ দিন।

গ্লোবাল সুপার লিগে সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকালের ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন সাকিব।

সাকিবের নিষ্প্রভ দিনে জিততে পারেনি দুবাই ক্যাপিটালস। ১৩৯ রানের লক্ষ্যে দুবাইকে মাত্র ৮১ রানে গুঁড়িয়ে দিয়ে ৫৭ রানের ব্যবধানে জয় পেল গায়ানা।

তবে ২৪ ঘণ্টা পরই মুদ্রার অন্য পিঠ দেখে ফেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বল হাতে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে আউট হয়ে যান মাত্র ৭ রান করে।

সোমবারের ম্যাচে অব্যাহত রইল তার ব্যর্থতার ধারা। বিশ ওভারের ক্রিকেটে এ নিয়ে সবশেষ ১১ ম্যাচের ৭টিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব। ব্যাটিং পাননি এক ম্যাচে। আর বল হাতে এই ১১ ম্যাচের ৮টিতে কোনো উইকেট পাননি তিনি।

গায়ানার বিপক্ষে কোনো উইকেট না পেলেও, আঁটসাঁট বোলিংয়ে রানের চাকা থামিয়ে রাখেন সাকিব। সপ্তম ওভারে আক্রমণে টানা ৪ ওভারের স্পেল করেন তিনি।

নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন তিনি। পরের ওভারে সাকিবের বলে একমাত্র ছক্কাটি মারেন মইন আলি। বাকি দুই ওভার থেকে সাকিবের খরচ মাত্র ৭ রান।

দুবাইয়ের পক্ষে কালিম সানা ৩১ রানে ৪ উইকেট নিলে বেশি বড় হয়নি গায়ানার স্কোর।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় দুবাই। পঞ্চম ওভারে পরপর সেদিকুল্লাহ আটাল ও গুলবাদিন নাইবকে ফেরান রোমারিও শেফার্ড। হ্যাটট্রিক বল মোকাবিলা করতে নেমে আর বিপদ ঘটতে দেননি সাকিব।

ওই ওভারের শেষ বলে লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে বাউন্ডারি মারেন অভিজ্ঞ অলরাউন্ডার। পরের ওভারে মইনের বলে বড় শটের খোঁজে নিজের বিপদ ডেকে আনেন তিনি।

দুবাইয়ের অন্য ব্যাটসম্যানরাও তেমন কিছু করতে পারেননি। ফলে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

মাত্র ১২ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির।

তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে দুবাই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।