ময়মনসিংহে গৌরীপুরে স্বজন উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি/২৬) প্রেস ক্লাব কার্যালয়ে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শামসুল হক ছিলেন একজন মানবিক মানুষ। তিনি নিজে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন। শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন। সামাজিক মানুষ হিসাবে গৌরীপুরের উন্নয়নেও নিবেদিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। স্মৃতিচারণে অংশ নেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, উজ্জল কুমার সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি শামীমা খানম মিনা।
সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, শালীহর আব্দুর মোতালিব বেগ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শিল্পী বেগম।
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, হারুন পাঠাগারের প্রতিষ্ঠা মো. হারুন মিয়া, বাংলাদেশের আলো পত্রিকার গৌরীপুর প্রতিনিধি আব্দুর রউফ দুদু, দৈনিক মাটি ও মানুষের মোঃ মাহফুজুর রহমান, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা, মাহমুদা আক্তার রিপা, মাহমুদা আক্তার লিপি, রক্তদূত সোসাইটির তাসাদদুল করিম, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।

মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

















