২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর ভুলসহ অন্য তথ্যের অসংগতির কারণে উপবৃত্তির টাকা বাউন্সব্যাক হয়েছে। যেসব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বাউন্সব্যাক বা রিটার্ন হয়েছে, তাদের আবার টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর ও প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন। ২০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সব অ্যাকাউন্টের তথ্য সংশোধন ও হালনাগাদ করতে হবে।
দশম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে হবে এক বছরেএকই শিক্ষার্থীর একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার বাউন্সব্যাক থাকলে যেকোনো একটি পেমেন্ট চক্র সংশোধন-হালনাগাদ করলেই অন্যান্য পেমেন্ট চক্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হবে। একই শিক্ষার্থীর তথ্য একাধিক পেমেন্ট চক্রে একাধিকবার সংশোধন করার প্রয়োজন নেই। এ ছাড়া উপবৃত্তির সুবিধাভোগী কোনো শিক্ষার্থীর এসইএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত অভিভাবকের তথ্য পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাবতীয় তথ্যসহ mis.hsp@pmeat.gov.bd–এই ই–মেইলে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন পাঠাতে হবে।
আরও পড়ুন

Reporter Name 

























