ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হইতে ব্লাড চোর চক্রের সক্রীয় ০২ (দুই) জন চোরকে ব্লাড চুরি করার সময় গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, ১। মোঃ নাঈম খান পাঠান (৩৮), পিতা-মাওলানা মোঃ আব্দুর রহমান খান, সাং-গোয়াইলকান্দি তারাকান্দা, ময়মনসিংহ, ২। মোঃ আব্দুল্লাহ তুষার চন্দ্র দে (২২), পিতা-মন্টু চন্দ্র দে, সাং মড়ল বাড়ি (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।