একদল অফিস কর্মী বিভিন্ন অঙ্গভঙ্গী করে নেচে যাচ্ছেন। দলবদ্ধ নাচের রেশ কাটতে না কাটতেই একজন পুরুষ সহকর্মী একাই নাচতে শুরু করেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন বিদেশি ক্রেতা। তার মুখে হাসি আর হাত তালি দেখে বোঝা যাচ্ছিল তিনিও বেশ আনন্দ পাচ্ছেন।
অফিসের ভেতরে এমন নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, দক্ষিণি ও বলিউডের গানের তালে তালে তারা নাচছেন। আলোচিত এই ঘটনাটি ঘটেছে ভারতে। বিদেশি ক্রেতা এসেছেন, আর তাকে খুশি করতে অফিসের কর্মীরা নাচা শুরু করেছেন।
ওক ইমিনেন্ট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়, যেখানে কর্মীদের নাচের তীব্র সমালোচনা করে লেখা হয় : করপোরেট অফিসগুলো ছাপড়িকরণ করা বন্ধ করা উচিত ভারতের। এটি খুবই করুণ যে ভারতীয় মেয়েরা অফিসে নাচছে এবং বিদেশি ক্রেতাকে শুভেচ্ছা জানাচ্ছে। বেচারা ক্রেতাও বাধ্য হয়ে নাচছে। এ ধরনের বিষয় অন্য দেশগুলোতে ধারণা দেবে যে ভারতের অফিসগুলো ক্যাজুয়াল এবং কাজ করার উপযোগী নয়। অনেক নেটিজেন এই ভিডিওটিকে ‘করুণ’ এবং ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেছেন।
তবে বিতর্কের অপর পিঠে, অনেকেই আবার এই নাচের পক্ষেও নিজেদের মতামত তুলে ধরেছেন। তাদের মতে, এটি ভারতের সংস্কৃতি এবং অফিসের কর্মীদের কর্মোদ্যমতার এক ভিন্নরকম বহিঃপ্রকাশ।