ময়মনসিংহ , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় হকারমুক্ত করা উচিত বললেন রাশেদ খান ভারতের বিপক্ষে জয় দিয়ে জ্যোতিরা বিশ্বকাপ মিশন শেষ করতে চায় জাতি মূল্যায়ন করবে আমরা কী করতে পেরেছি, কী পারিনি বললেন ধর্ম উপদেষ্টা ট্রাম্প কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালেন চানখারপুলে ছয় হত্যা, আজ ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে ‘ককটেল’ বিস্ফোরণ, নির্বাচন কমিশনের সামনে আটক ১ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় উল্টে গেল ভ্যান, ৩ শিক্ষার্থী নিহত পাবনায় জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয় বললেন আখতার বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বললেন সাদিক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা ৩ মাসে দুইবার

গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে গত মে মাস থেকে ১০তলা ভবনটি দুই দফা দখলের চেষ্টা হয়েছে। বর্তমানে একটি গ্রুপ ভবনটি পরিষ্কার ও সংস্কার করছে।

এদিকে এসব দখলকারীর পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে অবগত নয় বলে প্রশাসন জানিয়েছে । আবার যারা দখল করেছে, তারাও নিজেদের বিস্তারিত পরিচয় ও উদ্দেশ্য প্রকাশ করেনি।

টিবিএসের সুত্র থেকে জানা যায়, বুধবার (২৪ জুলাই) থেকে একটি গ্রুপ লাল কাপড়ে লেখা ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ শীর্ষক একটি ব্যানার টাঙিয়ে রেখেছে ভবনটিতে।

এদিকে শুক্রবার সরেজমিনে দেখা যায়, প্রবেশপথে ব্যানারটি ঝুলছে। ভেতরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গত ১ বছর ধরে ভবনটির নিচতলায় জমে থাকা নোংরা পানি সেচের কাজ করছে ওয়াসার একটি দল। ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন।

পরিষ্কার করার কাজে নিয়োজিত মাতবর আলী নামে এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, গত বুধবার থেকে আমরা কাজ শুরু করেছি। ৩১ জুলাইয়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হলে দেখতে পারবেন সবকিছু।

নতুন কার্যালয়ের নাম কী, জানতে চাইলে  মাতবর আলী  নামে একজন লাল ব্যানারটি দেখিয়ে বলেন, ওই যে লাল কাপড়ে লেখা আছে, সেই অফিসটি হবে।’

আওয়ামী লীগ কার্যালয়ের উল্টো পাশে রমনা মার্কেটের পাশে ঠেলা গাড়িতে দেশি ফলমূল বিক্রি করেন হাসান তালুকদার।

তিনি সাংবাদিকদের বলেন, গত এক বছরে এখানে মানুষজন ময়লা-আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গন্ধে আশপাশের দোকানদারদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। শুধু তাই না, এটা ছিন্নমূল মানুষজনসহ রিকশাচালক, ভ্যান চালক, পথচারীদের শৌচাগারে পরিণত হয়েছিল। ভাসমান মানুষের নেশা-আড্ডা জমতো এখানে।

এ বিষয়ে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন,কোনো ধরনের সংস্কার বা পুনরুদ্ধারের বিষয়ে পুলিশ অবগত নয়। সেখানে কোনো দায়িত্ব পালনের জন্য বলা হলে আমরা তা করবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

উল্লেখ্য,মুক্তিযুদ্ধের পরে গুলিস্তানে পরিত্যক্ত বিভিন্ন বাড়ি খালি পড়ে ছিল। এসব ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় হয়। তারই একটি তখনকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ঠিকানার এই পুরনো ভবন, যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে ১৯৮১ সাল থেকে। আট কাঠার এই জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছিল।  ২০১৬ সালে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের পুরোনো ভবন ভেঙে ১০ কোটি টাকা ব্যয়ে ১০-তলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় হকারমুক্ত করা উচিত বললেন রাশেদ খান

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা ৩ মাসে দুইবার

আপডেট সময় ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে গত মে মাস থেকে ১০তলা ভবনটি দুই দফা দখলের চেষ্টা হয়েছে। বর্তমানে একটি গ্রুপ ভবনটি পরিষ্কার ও সংস্কার করছে।

এদিকে এসব দখলকারীর পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে অবগত নয় বলে প্রশাসন জানিয়েছে । আবার যারা দখল করেছে, তারাও নিজেদের বিস্তারিত পরিচয় ও উদ্দেশ্য প্রকাশ করেনি।

টিবিএসের সুত্র থেকে জানা যায়, বুধবার (২৪ জুলাই) থেকে একটি গ্রুপ লাল কাপড়ে লেখা ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ শীর্ষক একটি ব্যানার টাঙিয়ে রেখেছে ভবনটিতে।

এদিকে শুক্রবার সরেজমিনে দেখা যায়, প্রবেশপথে ব্যানারটি ঝুলছে। ভেতরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গত ১ বছর ধরে ভবনটির নিচতলায় জমে থাকা নোংরা পানি সেচের কাজ করছে ওয়াসার একটি দল। ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন।

পরিষ্কার করার কাজে নিয়োজিত মাতবর আলী নামে এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, গত বুধবার থেকে আমরা কাজ শুরু করেছি। ৩১ জুলাইয়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হলে দেখতে পারবেন সবকিছু।

নতুন কার্যালয়ের নাম কী, জানতে চাইলে  মাতবর আলী  নামে একজন লাল ব্যানারটি দেখিয়ে বলেন, ওই যে লাল কাপড়ে লেখা আছে, সেই অফিসটি হবে।’

আওয়ামী লীগ কার্যালয়ের উল্টো পাশে রমনা মার্কেটের পাশে ঠেলা গাড়িতে দেশি ফলমূল বিক্রি করেন হাসান তালুকদার।

তিনি সাংবাদিকদের বলেন, গত এক বছরে এখানে মানুষজন ময়লা-আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গন্ধে আশপাশের দোকানদারদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। শুধু তাই না, এটা ছিন্নমূল মানুষজনসহ রিকশাচালক, ভ্যান চালক, পথচারীদের শৌচাগারে পরিণত হয়েছিল। ভাসমান মানুষের নেশা-আড্ডা জমতো এখানে।

এ বিষয়ে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন,কোনো ধরনের সংস্কার বা পুনরুদ্ধারের বিষয়ে পুলিশ অবগত নয়। সেখানে কোনো দায়িত্ব পালনের জন্য বলা হলে আমরা তা করবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

উল্লেখ্য,মুক্তিযুদ্ধের পরে গুলিস্তানে পরিত্যক্ত বিভিন্ন বাড়ি খালি পড়ে ছিল। এসব ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় হয়। তারই একটি তখনকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ঠিকানার এই পুরনো ভবন, যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে ১৯৮১ সাল থেকে। আট কাঠার এই জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছিল।  ২০১৬ সালে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের পুরোনো ভবন ভেঙে ১০ কোটি টাকা ব্যয়ে ১০-তলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয়।