আজ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল । গতকাল মঙ্গলবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরুষ ও নারী সেমিফাইনাল।
নারী বিভাগে ৪৮ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর জান্নাতুল ফেরদৌস ও আনসারের তানজিলা, ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন ও আনসারের রহিমা, ৫২ কেজিতে যুক্তরাষ্ট্র প্রবাসী ও নরসিংদীর গুডউইল ক্লাবের জিনাত ফেরদৌস ও আনসারের আফরা খন্দকার ফাইনাল নিশ্চিত করেন।
৫৪ কেজিতে সেনাবাহিনীর সীমা ও আনসারের অইকেরা আক্তার, ৫৭ কেজিতে আনসারের শামীমা আক্তার ও সেনাবাহিনীর বৃষ্টি খাতুন এবং ৬০ কেজি ওজন শ্রেণিতে আনসারের সাকি আক্তার ও সেনাবাহিনীর নৌশিন তাসনিম ফাইনালে উঠেছেন।
পুরুষদের সেমিফাইনালে ৪৮ কেজিতে সেনাবাহিনীর অনিক হাওলাদার ও আনসারের লিমন, ৫১ কেজিতে রাজশাহীর রাসেল কবির ও সেনাবাহিনীর আরিফুল ইসলাম, ৫৪ কেজিতে আনসারের উৎসব আহমেদ ও সেনাবাহিনীর রাকিব হোসেন এবং ৫৭ কেজিতে সেনাবাহিনীর রুহিন রেজা ফাইনাল নিশ্চিত করেন।