ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আজও উদ্বেগজনক। বিশ্বের দূষিত শহরের তালিকায় গতকাল দ্বিতীয় অবস্থানে থাকলেও আজ মঙ্গলবার সকালে ঢাকা নেমে এসেছে চতুর্থ স্থানে। তবুও বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়ে গেছে।
সকাল সাড়ে আটটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড হয় ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। গতকাল একই সময়ে একিউআই ছিল ২২৫। আজ রাজধানীর পাঁচটি এলাকায় বায়ুদূষণের মাত্রা আরও বেশি—ইস্টার্ন হাউজিং (২৫৫), দক্ষিণ পল্লবী (২৪৩), কল্যাণপুর (২২১), বে’জ এজ ওয়াটার (২১৩) ও বেচারাম দেউড়ি (২০৭)।
সুইজরল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, আজ বিশ্বের ১২৭টি শহরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত শহর হলো ভারতের দিল্লি (৩৬৯)। দ্বিতীয় স্থানে কলকাতা ও তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর—দুটির বায়ুমানই ২২৬।
আইকিউএয়ারের বায়ুদূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু সতর্কতার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো বাইরে বেরোলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যথাসম্ভব কমাতে হবে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

ডিজিটাল রিপোর্ট 



















