আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হারুন বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তি। আজ রবিবার (৫ জানুয়ারি) যশোর মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার আরো ৭ যাত্রী আহত হয়েছেন। নিহত হারুনের পিতার নাম আহাদ আলী বিশ্বাস।
নিহত এবং আহতরা দুর্ঘটনা কবলিত ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের সবার বাড়ি যশোর যশোর সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- রোজিনা (৩৫), বক্কার (৮), নাছিমা (৫০), শামিম (৩২), লিটন (২৮), বাচ্চু (৫০), ফারুক (৪৫) ও হারুন (৫০)।
দুর্ঘটনায় আহত অটোরিকশার যাত্রী টুটুল জানান, আজ রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা সিএনজি চালিত অটোরিকশায় করে যশোর সদর উপজেলার হালসা গ্রামে দুরসম্পর্কের আত্মীয় শামারুলের মরদেহ দেখতে যাচ্ছিলেন। পথে সকাল ৯টার দিকে পাঁচবাড়িয়া এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে অন্যরাসহ হারুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় হারুনের মৃত্যু হয়।
কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি।