নিহত দিনুর স্বামী নুরুল আমিন জানান, তাদের বাড়ি ময়মনসিংহের গৌড়িপুর উপজেলার নালবাংগা গ্রামে। বর্তমানে উত্তরা বাউনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিনি দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী গৃহিণী ছিলেন।
তাদের ছেলে জিহাদ (২৫) কিছুই করে না। মাঝেমধ্যে টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনুর চিৎকারে তার ঘুম ভাঙে। দেখতে পান জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, উত্তরা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই নারীর ছেলে তাকে ছুরিকাঘাত করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।