সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর মধ্যে উত্তরা পূর্ব থানার মো. ফজলুল করিম হত্যা মামলায় আতিকুল ইসলামের তিন দিনের, মোহাম্মদ পুর থানার ভ্যানচালক ইনছান আলী হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক খান ও সলুর দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় আতিকুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশ।