নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (০৩ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। পোস্টে ২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নিজের ভেঙ্গ করা ছবি যুক্ত কেরে দেন।
তারেক রহমান বলেন, বিএনপি এক নতুন ধারার সাংবাদিকতা থেকে প্রেরণা গ্রহণ করে। যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখে। আমরা নির্ভীক ও পক্ষপাতহীন রিপোর্টিংকে সম্মান করি; এমনকি তা আমাদের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে না মিললেও। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্বাধীন ও মুক্ত সংবাদমাধ্যমই গণতন্ত্রকে গঠন বা ধ্বংস করতে পারে। সততা ও নিরপেক্ষতা সহকারে সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করা উচিত।
পোস্টে শেখ হাসিনার সময়কালকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে সদ্য পতন ঘটানো এক কর্তৃত্ববাদী সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিকল্পিতভাবে খর্ব করা হয়েছে। সেই অন্ধকার সময়ে, অটল সাহস ও প্রতিশ্রুতির মাধ্যমে অনেক বাংলাদেশি সাংবাদিক রাষ্ট্রীয় দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক-অর্থনৈতিক ব্যর্থতার মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করেছেন। এসব সাহসী সাংবাদিকরা মূলধারার মিডিয়া ও সামাজিক মাধ্যমে, দেশ-বিদেশে ছড়িয়ে ছিলেন; সত্য অনুসন্ধানে তারা ছিলেন অটল, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে এবং মত প্রকাশের মৌলিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।