সাড়ে তিন বছর বিরতির পর ‘লেগুনা’ ও ‘আরারাত’ দিয়ে অভিনয়ে ফিরলেন মডেল ও অভিনেত্রী সায়রা আকতার জাহান। বৈচিত্র্যময় দুই চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’
-এত দিন আপনি কোথায় ছিলেন?
সায়রা আকতার জাহান: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের চাওয়া ছিল, আমি চাকরি করি। আমি অনেক দিন শোবিজে কাজ করেছিলাম। মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিই। চাকরির জন্য অভিনয়ে নিয়মিত হতে পারিনি, করোনাভাইরাসের কারণেও কাজ কম হচ্ছিল। এখন ওটিটি প্ল্যাটফর্মে ভালো কাজ হচ্ছে, দর্শকেরা সাবস্ক্রাইব করে কনটেন্ট দেখছেন। বাংলা সিনেমা দেখতে হলেও যাচ্ছেন। রোমান্টিক জনরার বাইরে সায়েন্স ফিকশন, থ্রিলার জনরার কাজ হচ্ছে। আমার অফিসের সহকর্মী, বন্ধু, ফ্যানসহ সবাই বলছিলেন, এটাই কাজে ফেরার সঠিক সময়। আমারও মনে হয়েছে, আবার ফেরা উচিত। সেই ভাবনা থেকেই ‘ক্লোজআপ কাছের আসার গল্প’-এ লেগুনা ও ভিকি জাহেদ ভাইয়ের আরারাত ওয়েব সিরিজে কাজ করলাম। লেগুনাতে আমাকে মফস্সলের মেয়ের চরিত্রে দেখা গেছে। আবার আরারাত-এ দেখা গেছে একদম অন্য রকম চরিত্রে।
‘আরারাত’-এ আপনাকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে; এমন চরিত্রে আগে আপনাকে পাওয়া যায়নি।
সায়রা আকতার জাহান: আগে সবাই আমাকে সব সময় নরমাল লুকে দেখেছেন। এই চরিত্রটা আলাদা। কাজটি করব নাকি করব না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ভিকি ভাই বলেছিলেন, ‘কাজটা করতে পারো।’ আমি এক্সপেরিমেন্ট হিসেবে কাজটা করেছি। কিছু দৃশ্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কাজটি খুবই উপভোগ করেছি। কারণ, আমি এ ধরনের গল্প পছন্দ করি।

বিনোদন ডেস্ক 
























