ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর ঊর্ধ্বতন অন্তত ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। এসব কর্মকর্তার বেশিরভাগকেই এসবি, পিবিআই, সিআইডিতে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো.মাহবুবুর রহমান।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমকে ডিএমপিতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পিবিআইতে, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রংপুরের আরপিএমপিতে, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে ও সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে আরএমপিতে বদলি করা হয়েছে।
এদিকে, অপর প্রজ্ঞাপনে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ডিআইজি পুলিশ অধিদপ্তর এবং অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোঃ জিল্লুর রহমানকে পুলিশ কমিশনার আরএমপি, রাজশাহী হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 





















