জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির লক্ষ্যে সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এই সনদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনা সম্ভব হবে এবং দেশ তার পূর্ণ সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারবে।
সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণঅধিকার পরিষদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছরে মানুষের মনে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জমা হয়েছে, এখন সময় এসেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার। এই উদ্যোগের মাধ্যমেই সবাই মিলে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করা সম্ভব হবে।
আলী রীয়াজ বাংলাদেশের তরুণদের অবদানকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যে সম্ভাবনার দ্বার খুলেছে, সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই পথে ঐক্য জারি রাখার তাগিদও তিনি দেন।
এ সময় তিনি ২০১৮ সালে বর্তমান গণঅধিকার পরিষদের নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের কথা স্মরণ করেন। আলী রীয়াজ বলেন, এই অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন অধ্যায় সূচিত হয়। যার ধারাবাহিকতায় ২০২৪ সালে ঘটে যায় এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান।
সংলাপ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান।

স্টাফ রির্পোটার 

























