সব আল্লাহর রাস্তায় খরচ করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী ।সাংবাদিক আবেদ আলীর কাছে জানতে চাইলে সে বললেন গাড়িচালক হয়ে কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়িচালক ছিলাম ১৫ বছর আগে, এখন আমি ব্যবসায়ী।প্রশ্নফাঁসে কত টাকা কামিয়েছেন? এমন প্রশ্নের জবাবে আবেদ আলী বলেন, প্রশ্নফাঁসে যে টাকা কামাই করেছি, সব খরচ করেছি আল্লাহর রাস্তায়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর ৭ জুলাই রাতে বিসিএস এর প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে । আবেদ আলীর ফেসবুক টাইমলাইনে লেখেন ‘আমার জীবনে কোনোদিন অসদুপায় অবলম্বন করিনি। গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। গত ১২ জুন ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে এ কথা লিখেছিলেন ।এদিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী তার ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জন কে গ্রেফতার করেছে ।