তরুণ গায়ক, গীতিকার ও সুরকার আলফাজ আহমেদ সকাল আসছেন তার প্রথম মৌলিক গান ‘শাসক’ নিয়ে। গানটি প্রকাশ পাবে আগামী ১৩ সেপ্টেম্বর, যা হবে তার আসন্ন অ্যালবাম ‘হয়তো মিলে যাবে’-এর উদ্বোধনী ট্র্যাক।
শিল্পীর ভাষ্যে, গানটিতে ফুটে উঠবে মানুষের অন্তরের অনুভূতি, জীবনের নীরব সংগ্রাম এবং ছোট ছোট আশা-স্বপ্নের প্রতিচ্ছবি।
গানটির গীত, সুর ও কণ্ঠ দিয়েছেন আলফাজ আহমেদ সকাল নিজেই। ভিডিওচিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহেদী হাসান সোহান। এটি পরিচালনা করেছেন ইয়াছির আরাফাত, চিত্রগ্রহণে ছিলেন ইমরানুজ্জামান সোহাগ। নির্মাতাদের মতে, ভিডিওটি একটি সংবেদনশীল গল্প আকারে সাজানো হয়েছে।
আলফাজ আহমেদ সকাল বলেন, “শাসক আমার শিল্পীজীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি আমার নিজস্ব ভাবনা ও সৃজনশীলতার প্রথম প্রকাশ।”
গানটি একযোগে প্রকাশিত হবে তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। শিল্পীর আশা, গানটির মাধ্যমে শ্রোতাদের সঙ্গে নতুন এক শিল্পসংযোগ তৈরি হবে।