ময়মনসিংহ , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
লুটের টাকা কোথায় ব্যবহৃত হবে:প্রেস সচিব এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য নগর ভবন এলাকা ‘ব্লকেড’,পদত্যাগ দাবি উপদেষ্টা আসিফের নুসরাত ফারিয়ার প্রতি অন্যায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন খায়রুল বাসার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ চকলেটের প্রলোভন দেখিয়ে , বৃদ্ধ গ্রেপ্তার ইশরাক সমর্থকদের নগর ভবন আটকে ব্লকেড কর্মসূচি, বন্ধ সেবা উপদেষ্টা ফারুকী নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত তুহিন মালিকের ৩ এজেন্ডা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে অজ্ঞাত তরুণের রক্তাক্ত মরদেহ নড়াইলে রেললাইনের পাশে পড়েছিল বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা বললেন উপদেষ্টা আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আ.লীগকে নিষিদ্ধ করতে সবার আগে আওয়াজ তুলেছে বিএনপি বলে মন্তব্য করেছেন পুতুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিএনপি সবার আগে আওয়াজ তুলেছে। সাবেক রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদের দেশত্যাগের মধ্য দিয়ে এই আওয়াজটা নতুন করে আবার উঠল।

গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লালপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামের সংগঠনের আর কোনো দিন রাজনীতি করার এখতিয়ার নেই। তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ও জনগণের সঙ্গে বেইমানি করেছে।

তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো এজেন্ডা অর্ন্তবর্তী সরকারের আছে এ রকম আমার মনে হয় না। নতুন নতুন ইস্যুগুলোর নির্বাচন পেছানোর সঙ্গে কোনো কানেকশন নেই বলে আমি বিশ্বাস করি। বিএনপি একাই নির্বাচনের কথা বলছে এরকম নয়, বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে।

পুতুল বলেন, আমরা চাই চিরস্থায়ীভাবে দেশ থেকে আওয়ামী লীগকে যাতে বিতাড়িত করে দেওয়া হয়। একইসঙ্গে এমন একটি উদাহরণ তৈরি করা হয় যেন আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরায় পুনর্বাসনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবনেতা গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

লুটের টাকা কোথায় ব্যবহৃত হবে:প্রেস সচিব

আ.লীগকে নিষিদ্ধ করতে সবার আগে আওয়াজ তুলেছে বিএনপি বলে মন্তব্য করেছেন পুতুল

আপডেট সময় ১১:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিএনপি সবার আগে আওয়াজ তুলেছে। সাবেক রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদের দেশত্যাগের মধ্য দিয়ে এই আওয়াজটা নতুন করে আবার উঠল।

গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লালপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামের সংগঠনের আর কোনো দিন রাজনীতি করার এখতিয়ার নেই। তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ও জনগণের সঙ্গে বেইমানি করেছে।

তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো এজেন্ডা অর্ন্তবর্তী সরকারের আছে এ রকম আমার মনে হয় না। নতুন নতুন ইস্যুগুলোর নির্বাচন পেছানোর সঙ্গে কোনো কানেকশন নেই বলে আমি বিশ্বাস করি। বিএনপি একাই নির্বাচনের কথা বলছে এরকম নয়, বিএনপি চায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে।

পুতুল বলেন, আমরা চাই চিরস্থায়ীভাবে দেশ থেকে আওয়ামী লীগকে যাতে বিতাড়িত করে দেওয়া হয়। একইসঙ্গে এমন একটি উদাহরণ তৈরি করা হয় যেন আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরায় পুনর্বাসনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবনেতা গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।