ময়মনসিংহ , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইসরায়েলি হত্যাযজ্ঞে সমর্থনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ইসরায়েলি হত্যাযজ্ঞে সমর্থনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধ

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে দেশ। এর অংশ হিসেবে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধন করেছে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ সোমবার অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে তারা মার্কিন দূতাবাসের সামনের মহাসড়কে অবস্থান নেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ইসরায়েলি হত্যাযজ্ঞে সমর্থনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধ

আপডেট সময় ০২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলি হত্যাযজ্ঞে সমর্থনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধ

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে দেশ। এর অংশ হিসেবে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধন করেছে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, আজ সোমবার অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে তারা মার্কিন দূতাবাসের সামনের মহাসড়কে অবস্থান নেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।