নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে অন্তর্ভুক্তির আবেদন যাচাইয়ের পর ১৬টি সংস্থার বিষয়ে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে নির্বাচন কমিশন আহ্বান করেছে।
আজ শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে—অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে—সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে অভিযোগ দাখিল করতে হবে।
প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি বেসরকারি সংস্থা হলো—এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পিওর (ডরপ), হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমী, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
অতএব, আবেদন করা ১৬টি সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ কার্যদিবসের মধ্যে দাবি বা আপত্তি জানাতে বলা হলো। এর পর চূড়ান্তভাবে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নিশ্চিত করা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 




















