ময়মনসিংহ , রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মৃদু ভূমিকম্প ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল চট্টগ্রামে বাতিল হলো জবির আন্তঃবিভাগ ফুটবল ম্যাচ জামায়াতের সমাবেশের কারণে রান্নার চুলা জ্বালাতে হিমশিম খাচ্ছে মানুষ, গ্যাস ও এলপিজির সংকট প্রায় ২২ হাজার অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত বলেছেন প্রণয় ভার্মা ‘ ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে জনগণ জামায়াত আমিরের মধ্যে’ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না বলে মন্তব্য করেছেন জি এম কাদের জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে জানিয়েছেন শফিকুর রহমান গৌরীপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক সংস্কার ও মেরামত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে জনগণ জামায়াত আমিরের মধ্যে’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে। 

গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরান বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি একটি অর্থবহ পরিবর্তন চান, যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি আরও উল্লেখ করেন, লেবার পার্টি দীর্ঘ ২০ বছর জামায়াতের সঙ্গে কাজ করেছে এবং কোনো স্বার্থ বা সুবিধার কাছে কখনো মাথা নত করেনি।

সাবেক মিত্রদের সমালোচনা করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের চেহারায় ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ্য করছি। ফ্যাসিবাদী কর্মকাণ্ডগুলো তাদের আচরণেই ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃদু ভূমিকম্প ঠাকুরগাঁওয়ে

‘ ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে জনগণ জামায়াত আমিরের মধ্যে’

আপডেট সময় ০৯:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে। 

গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরান বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি একটি অর্থবহ পরিবর্তন চান, যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি আরও উল্লেখ করেন, লেবার পার্টি দীর্ঘ ২০ বছর জামায়াতের সঙ্গে কাজ করেছে এবং কোনো স্বার্থ বা সুবিধার কাছে কখনো মাথা নত করেনি।

সাবেক মিত্রদের সমালোচনা করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের চেহারায় ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ্য করছি। ফ্যাসিবাদী কর্মকাণ্ডগুলো তাদের আচরণেই ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা।