বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে।
গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরান বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি একটি অর্থবহ পরিবর্তন চান, যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি আরও উল্লেখ করেন, লেবার পার্টি দীর্ঘ ২০ বছর জামায়াতের সঙ্গে কাজ করেছে এবং কোনো স্বার্থ বা সুবিধার কাছে কখনো মাথা নত করেনি।
সাবেক মিত্রদের সমালোচনা করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের চেহারায় ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ্য করছি। ফ্যাসিবাদী কর্মকাণ্ডগুলো তাদের আচরণেই ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা।

ডিজিটাল ডেস্ক 





















