কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব-উচ্ছ্বাসে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায় প্রচারণা শেষ হচ্ছে। তাই প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে বেশিরভাগ প্রার্থী কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে অবস্থান নেন। এদিন সেখানে অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান।
প্রার্থীরা জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা সাধারণত ক্যাম্পাসের বাইরে থাকেন, তবে নবীনবরণে সবাই একত্রিত হওয়ায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাতে পারছেন তারা।
এছাড়া পরিবহন মার্কেট, প্যারিস রোড, টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা প্রচারপত্র ও ইশতেহার বিলি করছেন, আবাসিক হলগুলোর রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন। পাশাপাশি প্রজেকশন মিটিংয়ের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। তারা নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করছেন।
রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন, ‘শেষ সময়ের প্রচারণা ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দু-একটি ছোটখাটো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাড়া এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতা হয়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য আমরা বদ্ধপরিকর।’
আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে ১১টি প্যানেল ও স্বতন্ত্র পদে মোট ৯০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির পূর্ণ প্যানেল দিয়েছে।