লটারির মাধ্যমে ২০২৬ সালের হজের জন্য একসঙ্গেই নির্বাচিত হয়েছেন মিসরের এক পরিবারের তিন ভাইবোন।
মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হয়েছে হজ লটারির ফলাফল। এ সময় লটারিতে বোনের নামের পর বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়। তখন আবেগে আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়েন বড় ভাই। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।
মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্য থেকে এই তিন ভাইবোনের নাম পরপর ঘোষিত হওয়াকে এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাকিয়ে দেখছিলেন এই পরিবারের এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি।
২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

ডিজিটাল ডেস্ক 























