ময়মনসিংহ , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, সেই রাজনৈতিক দল নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পাঁয়তারা করছে বা বিভিন্ন মাস্টারপ্ল্যান করে যাচ্ছে। এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।

বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নিজেদেরটা আড়াল করে, বানোয়াট গল্প-কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারা এই কাজ করতে পারেন।

তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। বরং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির নামে বা এর অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি প্রকাশে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে। কারো পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয় দাবি করে রিজভী বলেন, আমাদের দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত না। আমাদের সমাজ ওই স্তরে নেই, যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ আছে। এখন যারা এই কথা বলছেন, আমার মনে হয় এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আছে বলে মনে করি না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভী

আপডেট সময় ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, সেই রাজনৈতিক দল নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পাঁয়তারা করছে বা বিভিন্ন মাস্টারপ্ল্যান করে যাচ্ছে। এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।

বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নিজেদেরটা আড়াল করে, বানোয়াট গল্প-কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারা এই কাজ করতে পারেন।

তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। বরং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির নামে বা এর অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি প্রকাশে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে। কারো পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয় দাবি করে রিজভী বলেন, আমাদের দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত না। আমাদের সমাজ ওই স্তরে নেই, যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ আছে। এখন যারা এই কথা বলছেন, আমার মনে হয় এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আছে বলে মনে করি না।