ময়মনসিংহ , শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বগুড়া-৬ আসনে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবিতে ময়মনসিংহে স্বামীর সংবাদ সম্মেলন পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মেক্সিকো ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন ডিএসসিসি নতুন ওয়ার্ডের অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে সামুরাইসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার রায়েরবাজারে আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই-সিদ্ধান্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এক এনআইডিতে বেশি ফোন দেখানোর কারণ : ফয়েজ তৈয়্যব

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হলেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গত শুক্রবার (২ জানুয়ারি ) দুপুরে নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি। এছাড়া এ ব্যপারে কাউকে ভীত না হতেও অনুরোধ করেন তিনি ।

তিনি বলেন, এনইআইআর  চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি কেউ প্যানিকড হবেন না। আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি। অর্থাৎ অপারেটররা হিস্টোরিক ডেটাসহ সবকিছুই সিস্টেমে তুলেছে। তবে মাইগ্রেশনের তারিখটা এখনকার দেখানো হয়েছে বলে, অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে।

এনইআইআর নিয়ে বিভিন্ন কারিগরি ত্রুটির কথা স্বীকার করে জানান, বিটিআরসি এবং মোবাইল অপারেটররা যৌথভাবে এ নিয়ে কাজ করছে। ধীরে ধীরে হিস্টোরিক ডেটা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখানো হবে। এজন্য আমাদের কিছুটা সময় লাগবে। এনইআইআর বিষয়ে অনেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সংক্রান্ত ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সমস্যাগুলোকে সামনে এনে দেওয়ার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শুরুর দিকে টেকনিক্যাল প্লাটফর্মে এ ধরনের বেশ কিছু জটিল জটিল ইস্যু দেখা দেবে- আমরা এসব সলভ করব।

একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে একাধিক হ্যান্ডসেট দেখানোর ব্যপারে বলেন, বাংলাদেশে একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে প্রথমে ২০টি এবং পরে ১৫টি পর্যন্ত সিম ব্যবহারের অনুমতি ছিল। যা বর্তমানে ১০-এ নামিয়ে আনা হচ্ছে। ফলে এনইআইআর ম্যাপিংয়ে এনআইডির বিপরীতে হিস্টোরিক ডেটায় অনেক বেশি হ্যান্ডসেটের সংখ্যা দেখান স্বাভাবিক।

অনলাইন স্ক্যাম রুখতে সচেতনতা তৈরি হবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সমাজের সচেতনতা তৈরি হবে- ব্যক্তির এনআইডির বিপরীতে কত সিম ব্যবহার হয়েছিল, সিমের বিপরীতে কত ডিভাইস ব্যবহার হয়েছিল। এসব তথ্য মানুষ জানতে পারবেন এবং সচেতন হতে পারবেন। ব্যক্তির এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম বা ডিভাইসে মোবাইল ব্যাংকিং ও অনলাইন জুয়া সংক্রান্ত আর্থিক অপরাধ হচ্ছে কিনা, এটা জানা ব্যক্তির নাগরিক অধিকার।

নাগরিকের অধিকতর নিরাপত্তার জন্য নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ডাটাবেজ নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ ডিজিটাল টোকেন JWT কাজ করছে। রেট লিমিট করা হয়েছে। এখন থেকে ডাটা পেতে এনআইডি জানতে হবে, এনআইডির বিপরীতে আইএমইআই রেসপন্স করতে বলা হয়েছে। ১৩, ১৭ ও ১০ ডিজিট এনআইডির তিনটা ম্যাপিং করা আছে। একটা এপিআই-এ এনআইডি দেওয়ার পরে যে আইএমইআই রেসপন্স আসছে এটা আমাদের নজরে এসেছে। এনআইডি নাম্বার জানা থাকলে এ ধরনের ডাটা আসবে। অধিকতর নিরাপত্তার জন্য এখানে আরেকটা লেয়ার যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সমস্যাগুলো সমাধানে সময় দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করে অগ্রিম ধন্যবাদ জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

এক এনআইডিতে বেশি ফোন দেখানোর কারণ : ফয়েজ তৈয়্যব

আপডেট সময় ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হলেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গত শুক্রবার (২ জানুয়ারি ) দুপুরে নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান তিনি। এছাড়া এ ব্যপারে কাউকে ভীত না হতেও অনুরোধ করেন তিনি ।

তিনি বলেন, এনইআইআর  চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি কেউ প্যানিকড হবেন না। আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি। অর্থাৎ অপারেটররা হিস্টোরিক ডেটাসহ সবকিছুই সিস্টেমে তুলেছে। তবে মাইগ্রেশনের তারিখটা এখনকার দেখানো হয়েছে বলে, অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে।

এনইআইআর নিয়ে বিভিন্ন কারিগরি ত্রুটির কথা স্বীকার করে জানান, বিটিআরসি এবং মোবাইল অপারেটররা যৌথভাবে এ নিয়ে কাজ করছে। ধীরে ধীরে হিস্টোরিক ডেটা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখানো হবে। এজন্য আমাদের কিছুটা সময় লাগবে। এনইআইআর বিষয়ে অনেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সংক্রান্ত ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সমস্যাগুলোকে সামনে এনে দেওয়ার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শুরুর দিকে টেকনিক্যাল প্লাটফর্মে এ ধরনের বেশ কিছু জটিল জটিল ইস্যু দেখা দেবে- আমরা এসব সলভ করব।

একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে একাধিক হ্যান্ডসেট দেখানোর ব্যপারে বলেন, বাংলাদেশে একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে প্রথমে ২০টি এবং পরে ১৫টি পর্যন্ত সিম ব্যবহারের অনুমতি ছিল। যা বর্তমানে ১০-এ নামিয়ে আনা হচ্ছে। ফলে এনইআইআর ম্যাপিংয়ে এনআইডির বিপরীতে হিস্টোরিক ডেটায় অনেক বেশি হ্যান্ডসেটের সংখ্যা দেখান স্বাভাবিক।

অনলাইন স্ক্যাম রুখতে সচেতনতা তৈরি হবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সমাজের সচেতনতা তৈরি হবে- ব্যক্তির এনআইডির বিপরীতে কত সিম ব্যবহার হয়েছিল, সিমের বিপরীতে কত ডিভাইস ব্যবহার হয়েছিল। এসব তথ্য মানুষ জানতে পারবেন এবং সচেতন হতে পারবেন। ব্যক্তির এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম বা ডিভাইসে মোবাইল ব্যাংকিং ও অনলাইন জুয়া সংক্রান্ত আর্থিক অপরাধ হচ্ছে কিনা, এটা জানা ব্যক্তির নাগরিক অধিকার।

নাগরিকের অধিকতর নিরাপত্তার জন্য নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ডাটাবেজ নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ ডিজিটাল টোকেন JWT কাজ করছে। রেট লিমিট করা হয়েছে। এখন থেকে ডাটা পেতে এনআইডি জানতে হবে, এনআইডির বিপরীতে আইএমইআই রেসপন্স করতে বলা হয়েছে। ১৩, ১৭ ও ১০ ডিজিট এনআইডির তিনটা ম্যাপিং করা আছে। একটা এপিআই-এ এনআইডি দেওয়ার পরে যে আইএমইআই রেসপন্স আসছে এটা আমাদের নজরে এসেছে। এনআইডি নাম্বার জানা থাকলে এ ধরনের ডাটা আসবে। অধিকতর নিরাপত্তার জন্য এখানে আরেকটা লেয়ার যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সমস্যাগুলো সমাধানে সময় দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করে অগ্রিম ধন্যবাদ জানান তিনি।