এবার আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’জানালো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। গত শুক্রবার (৪ এপ্রিল) তারা জানায়, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা (জিলহজের দশম দিন) ৬ জুন উদযাপিত হতে পারে।
চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।
তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।
সূত্র: গালফ নিউজ