মাটি ও মানুষ ডেস্ক:
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় কার্যকর করে নতুন পরিপত্র জারির দাবিতে এবার রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
বুধবার সকাল ১০টায় জাতীয় জাদুঘুরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং শহীদ সন্তান-৭১সহ অন্যান্য সংগঠনের ব্যানারে অবস্থান নেন তারা। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটাবিরোধী আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের কটূক্তি করছে। তাদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন তারা।

 Reporter Name
																Reporter Name								 















