দুর্ঘটনায় নিহতরা হলেন- সীমান্ত দেব নাথ (২৬) এবং সাদিয়া ইয়াসমিন জুথি (১৯)। নিহতদের মধ্যে সীমান্ত পেশায় ফ্রিজ মেকানিক এবং জুথি এসএসসি পরীক্ষার্থী। দুর্ঘটনায় নিহত ইয়াসমিন জুথি মিরসরাই আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তার পরিবার।
জুথির স্বামী ইয়াসিন বলেন, শুক্রবার আমার বাসা থেকে বড়তাকিয়া দুয়ারু এলাকায় নানুর বাড়ি যাচ্ছিল জুথি। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে যাওয়ার পথে অপর একটি বাসের ধাক্কায় মারা যায়। এবার উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় দুর্ঘটনায় নিহত সীমান্ত একই উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে।
সীমান্তের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকালে মোটরসাইকেল করে সীতাকুণ্ডে এক স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল সে। এসময় মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে সীমান্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সীমান্ত দেব নাথ নামের সড়ক দুর্ঘটনায় নিহত এক রোগীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।