জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’
সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।
উল্লেখ্য, সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে ১১২টি তে একমত, ২৬টি দ্বিমত ও দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত পোষণ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।