প্রতিনিধি ডেস্ক-
দৃষ্টিনন্দন ২০০ বছরের ঐতিহ্য বাহী নিতপুর ইউনিয়ন এর কেন্দ্রীয় জামে মসজিদ।পোরশা থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- আজ থেকে আনুমানিক খ্রীস্টপূর্বো ২০০ বছর আগে নির্মিত হয়ে ছিলো নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন এর কেন্দ্রীয় জামে মসজিদটি। জনশ্রুতিতে জানা যায় এই মসজিদ টি নির্মাণ এবং পরিকল্পনা করেছিলেন তেতুলিয়া ইউনিয়ন এর বাসিন্দা বিশিষ্ট জমিদার মরহুম ইব্রাহিম হোসেন শাহ্ চৌধুরী।
এই ঐতিহ্য বাহী মসজিদ নির্মাণে খরচ ২২ হাজার টাকা। তৎকালীন পার্শ্ববর্তী ভারত বর্ষের মিস্ত্রিরা এই কারুকার্য শোভিত মনোমুগ্ধকর মসজিদ টি নির্মাণ করেন। আমাদের পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন এর বর্তমান জমিদারেরা একটি মার্ককাজ মসজিদ নির্মাণ করেছেন প্রায় অনেক টাকা খরচ করে কিন্তু নিতপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর মতো না।
ঐতিহ্যবাহী নিতপুর ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ।
আমাদের ঐতিহ্য বাহী নিতপুর কেন্দ্রীয় জামে মসজিদে ডিজিটাল সময়ে কোন এসির প্রয়োজন হয়না। মসজিদে একবার অনুপ্রবেশ করলে আরেক বার অনুপ্রবেশ করতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ আপনারা সকলে এই ৬গমবুজ বিশিষ্ট মসজিদ টি দেখতে আসতে পারেন। এই ডিজিটাল বাংলাদেশে এরকম মসজিদ এখন আর নির্মাণ করা হয় না। সুড়কি বালু দিয়ে তৈরী করে ছিলো।মসজিদ টি নিতপুর ইউনিয়ন এর মাষ্টার পাড়ার মধ্যে নির্মিত হয়ে ছিলো।