ময়মনসিংহ , বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন নির্দেশনা ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বললেন সিইসি ‘মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না’:মামুনুল হক নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন শাহবাগে , নিয়ন্ত্রণে ৬ ইউনিট ছিনতাইকারীরা ব্যবসায়ীর বুকে ছুরি মেরে ফোন নিয়ে গেল রোনালদো-জর্জিনা আগামী বছরেই বিয়ে করছেন গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার মাদারীপুরে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন রাজনীতির সঙ্গে যুক্ত কাওকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না বললেন সিইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন রাতভর রাজধানী ও দেশের বিভিন্ন পয়েন্টে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানী ও বিভিন্ন জেলায় ফের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী; দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে।

গত রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা  রিজওয়ানা হাসানের বাসায় লক্ষ্য করে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়-এমন দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে। খবর পেয়ে বোম্ব স্কোয়াড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসায় উপদেষ্টা উপস্থিত থাকলেও হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে বাংলামোটরে রুপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। জনতা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে, ফার্মগেট রেলক্রসিং, সব জায়গায় একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঢাকার বাইরেও চলেছে এ ধরনের নাশকতা। কিশোরগঞ্জে স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের একটি শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি, স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। পাকুন্দিয়ায় গাছ কেটে রাস্তা অবরোধ করে মোটরসাইকেল আরোহীরা। গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মোটরসাইকেলে এসে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে দু’জন রিকশাচালক আহত হন। রাত ১০টার দিকে ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে দুটি বিস্ফোরণ এবং পরে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের প্যানেল বেলা ১১টায় রায় দেবেন।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দোয়েল চত্বর-শিক্ষাভবন সড়ক বন্ধ রয়েছে। নাশকতা রোধে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা পুলিশের ওপর হামলা- এসব ক্ষেত্রে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নির্দেশনা ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন রাতভর রাজধানী ও দেশের বিভিন্ন পয়েন্টে

আপডেট সময় ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানী ও বিভিন্ন জেলায় ফের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী; দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে।

গত রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা  রিজওয়ানা হাসানের বাসায় লক্ষ্য করে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়-এমন দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে। খবর পেয়ে বোম্ব স্কোয়াড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসায় উপদেষ্টা উপস্থিত থাকলেও হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে বাংলামোটরে রুপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। জনতা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে, ফার্মগেট রেলক্রসিং, সব জায়গায় একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঢাকার বাইরেও চলেছে এ ধরনের নাশকতা। কিশোরগঞ্জে স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের একটি শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি, স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। পাকুন্দিয়ায় গাছ কেটে রাস্তা অবরোধ করে মোটরসাইকেল আরোহীরা। গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মোটরসাইকেলে এসে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে দু’জন রিকশাচালক আহত হন। রাত ১০টার দিকে ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে দুটি বিস্ফোরণ এবং পরে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের প্যানেল বেলা ১১টায় রায় দেবেন।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দোয়েল চত্বর-শিক্ষাভবন সড়ক বন্ধ রয়েছে। নাশকতা রোধে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা পুলিশের ওপর হামলা- এসব ক্ষেত্রে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’