ঘাটান্দি আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরে। সোমবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠে আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজিপি, ডিএমপি কমিশনার ও আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খন্দকার গোলাম ফারুক।আলহাজ্ব খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ সংস্থার সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শংকর দাশ, সাবেক যূগ্ম-সচিব মো. শফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।