বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে নতুন গতি দেবে।
দুই পুত্রবধূসহ কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
খালেদা জিয়াকে বরণ করতে সকাল থেকেই বিমানবন্দর সড়ক মুখর হয়ে উঠেছে বিএনপির নেতা-কর্মীদের পদচারণায়। অনেকের হাতে দলীয় ও জাতীয় পতাকা, চোখেমুখে উচ্ছ্বাস আর রয়েছে জাতীয়তাবাদের চেতনা। দলের চেয়ারপারসনের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভোর থেকেই জড়ো হয়েছেন নেতা-কর্মীরা।