খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নিয়ন্ত্রণে নেয়া ভবনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা।
তারা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আট হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু আবাসন সুবিধা পাচ্ছেন মাত্র দুই হাজার শিক্ষার্থী। ফলে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীকে বাইরে বেশি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে।
তারা অভিযোগ করেন, ক্যাম্পাসের মধ্যে থাকা অন্য একটি প্রতিষ্ঠানের কারণে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। এজন্য এই ভবন অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন হল করার দাবি জানিয়ে আসছেন তারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় ভবনটি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের কার্যক্রম বন্ধ রেখে ভবনটি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকবে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।’