ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুকের হাতে অটোরিকশা তুলে দেওয়া হয়েছে। এর ফলে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন।
এসময় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে স্থানীয় দুটি সংস্থার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। কর্মকর্তারা জানান, সরকার দেশের প্রতিটি এলাকায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।
স্থানীয় প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগ আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ ভিক্ষুকদের নতুন জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।