পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোন শিক্ষার্থীর গাঁজা সেবনের পরে বীজ ফেলার পর এ গাছ জন্মেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে হলের এ ব্লকের নিচ তলার করিডোরর পশ্চিম পাশের পরিত্যক্ত জায়গাতে এ গাছ দেখতে পান শিক্ষার্থীরা। এই বিষয়টি জানতে পেরে সন্ধ্যা সাতটার দিকে হল প্রশাসন গাছটি উদ্ধার করেন। পরে তা কেটে ধ্বংস করা হয়।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাব্বাস শেখ মিজান বলেন, ‘হল থেকে গাঁজার গাছ উদ্ধারের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এটি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জ্ঞান, গবেষণা ও মূল্যবোধের চর্চা হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে আমরা কয়েকদিন পর পরই মাদকের ঘটনা গুলোর খবর পাচ্ছি। ক্যাম্পাসে এই কার্যকলাপ আমাদের জন্য মেনে নেওয়া কঠিন।’
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের সহকারী হল প্রভোস্ট মো. ফারুক গাজী জানান, “হলের পেছনে একটি গাঁজার গাছ জন্মেছে—এমন খবর পেয়ে হল প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে। পরে গাছটি উপড়ে ফেলে নষ্ট করে ফেলা হয়। এ ধরনের ঘটনায় সামনে আমরা নজরদারি আরো বাড়াবো।’