গাজায় গণ হত্যার প্রতিবাদ ও মানব বন্ধন
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে এক সংহতি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর সারে ২ টায় ইয়ুথ পাওয়ার, all student and volunteer organizations of Nalitabari এবং United for Humanity এর যৌথ উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান-আড়াইআনি বাজার, কালেমা চত্বর ও গরকান্দা বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়ার মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে।
এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, আলেম সমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। প্রতিবাদকারীরা ইহুদিদের বিরুদ্ধে ‘ফিলিস্তিন মুক্তি পাক’ ‘ইসরায়েল নিপাত যাক’ ‘আল আকসা জিন্দাবাদ’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগানে পরিবেশ কম্পিত করেন।
এ সময় বক্তব্য রাখেন, সভাপতি মুফতী ওবায়দুর রহমান, আরিফুল ইসলাম সুজ, United for Humanity সদস্য মো: জাকির হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্য শাহীন আলম, আব্দুল্লাহ আল আমিন প্রতিষ্ঠা প্রতিনিধি নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাব, নাছা বিনোদন টিম ফারদিন রাসেলসহ আরো অনেকে।
বক্তারা বলেন গাজায় ইসরায়েলি বাহিনী শিশু, নারীসহ সাধারণ মানুষের ওপর যে নিপীড়ন চালাচ্ছে, তা শুধু রাজনৈতিক নয়, এটি এক ভয়াবহ মানবিক সংকট। যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা ও হাসপাতাল ধ্বংসের ঘটনায় তারা তীব্র নিন্দা জানান।আলোচনায় উঠে আসে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদ ও আরব রাষ্ট্রগুলোর নিরবতা এই সংকটকে দীর্ঘায়িত করছে। তারা বলেন, মানবতার পক্ষে এখন শুধু অনলাইনে নয়, রাস্তার আন্দোলনেই আমাদের একজোট হতে হবে।
সভাপতি মুফতী ওবায়দুর রহমান বলেন, ইসরায়েল সাত দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব বজায় রেখেছে। তবে আমরা বিশ্বাস করি, একদিন ধ্বংসস্তূপ থেকে স্বাধীন ফিলিস্তিনের উত্থান ঘটবেই এবং সেই উত্থান সাম্রাজ্যবাদের পতনের বার্তা নিয়ে আসবে।