এবারের কোরবানি ঈদের সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছে ‘নানা নাতি’। ভাইরাল হওয়া গানটির নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে । এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা যায় আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল সাহেব কে।সেই গানটির জন্য এর আগে লিগ্যাল নোটিশ পান গানটির স্রষ্টা। তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে।এই লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে।
যার প্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।গত মাসের ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বললেন।অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে এই নোটিশে।

 Reporter Name
																Reporter Name								 















