গুগল ম্যাপ এবং গুগল আর্থ সম্প্রতি একটি অভূতপূর্ব ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা অতীতের দৃশ্য দেখে সময় ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারেন। এই নতুন ফিচারের নাম ‘টাইম ল্যাপ্স’ এবং ‘হিস্টরিক্যাল ইমাজেরি’ যা ব্যবহারকারীদের কয়েক দশক আগের শহর, গ্রাম বা প্রাকৃতিক স্থানের চেহারা দেখার সুযোগ দেয়।
এ প্রযুক্তির মাধ্যমে আপনি ঘরে বসেই ১৯২০ সালের কোনো শহরের রাস্তা বা বিশ্বযুদ্ধের আগের ইউরোপের দৃশ্য দেখতে পারবেন।
গুগল ম্যাপ এবং গুগল আর্থের নতুন টাইম ট্রাভেল ফিচার ব্যবহারকারীদের অতীতের স্যাটেলাইট চিত্র এবং স্ট্রিট ভিউ ইমেজের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের পুরোনো দৃশ্য দেখার সুযোগ দেয়। এ ফিচারটি মূলত গুগলের ডেটাবেসের ওপর নির্ভর করে, যেখানে বছরের পর বছর ধরে সংগৃহীত উপগ্রহ চিত্র এবং স্ট্রিট ভিউ ফটোগ্রাফি সংরক্ষিত আছে। এই ডেটা ব্যবহার করে ব্যবহারকারীরা দেখতে পারেন, কোনো স্থান বা শহর সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হয়েছে।
গুগল ম্যাপ বা গুগল আর্থে এই ফিচার ব্যবহার করা খুবই সহজ। আপনার স্মার্টফোন বা কম্পিউটারে গুগল ম্যাপ অ্যাপ বা ওয়েবসাইটে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ খুলতে হবে। আর সেখানে সার্চ করতে হবে লোকেশন। তারপর সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। ফলে সেই জায়গাটি অতীতে কেমন ছিল সেই তুলনামূলক ছবি আপনাদের চোখের সামনে ফুটে উঠবে।