ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৯ মার্চ) ১২টার দিকে গোপালগঞ্জ পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রায় ১ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে নানা স্লোগান দেন।
এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এই আশ্বাস শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অবিলম্বে অযৌক্তিক রায় বাতিল করতে হবে এবং পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখতে হবে, ক্রাফ্ট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তন করে ল্যাব-অ্যাসিস্ট্যান্ট/কারখানা সহকারী/ওয়ার্কশপ খালাসি অথবা অন্য কোনো নামে নামকরণ করতে হবে, ক্রাফ্ট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি (ভকেশনাল) করতে হবে, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরদের পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রত্যাহার করতে হবে, শিক্ষক কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে এবং ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজিস্ট ৭ম পর্বের শিক্ষার্থী মো. ফয়সাল কবির, আমিম ইসলাম ও মো. সাজ্জাদ হোসেন ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান।
দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে আন্দোলনরতরা।