ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার গৌরীপুর উপজেলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৪ জানুয়ারি, ২০২৬ ইং, শনিবার, সন্ধ্যায়, পাটবাজার মোড়, গার্লস স্কুল রোড, সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির এবং গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, আনোয়ার হোসেন শাহিন, আমার দেশ পত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি কামাল উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহসহ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার নিশ্চিত করতে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা গৌরীপুর উপজেলায় বঞ্চিত মানুষের আইনগত সহায়তা প্রদান, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে।
সংস্থার গৌরীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ মাহফুজুর রহমান বলেন,
“আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা একটি পরিচ্ছন্ন ও
মানবিক গৌরীপুর গড়ে তুলতে বদ্ধপরিকর।”
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মো : মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 



















