ময়মনসিংহের গৌরীপুরে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২৫ জানুয়ারি ২০২৬ ইং, ময়মনসিংহের গৌরীপুরে, আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়তা উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয় সংগঠনের উদ্যোগে।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ মানবিক দায়বদ্ধতার অংশ।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়তা, গৌরীপুর উপজেলা শাখার সংগঠন, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেয়।

মো : মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি 




















