ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৭ জানুয়ারি/২৬) পৌর শহরের দিশা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বাহারী পিঠা উৎসব প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
গ্রামের হারিয়ে যাওয়া ও প্রায় বিলুপ্তের নানা রঙের ঢঙের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এ উৎসবে পিঠা বিক্রিতে অংশ নেয় সাথী পিঠা, জান্নাত পিঠা ঘর, তূর্য রোজা পিঠা স্টল, অনিতা অমৃতা পিঠা স্টল, আদিত্যের মা স্টল, রাফার আম্মুর স্টল। প্রত্যেকটি স্টলে ছিলো উপচেপড়া মানুষের ভিড়।
এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিশা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ঝর্ণা দাস, তানজিনা আক্তার, সুলতানা ইয়াসমিন স্বর্ণা, শান্ত রানী শীল, স্বর্ণালী আক্তার, প্রিয়া প্রমুখ।
পিঠা উৎসব প্রসঙ্গে শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, এখানে এমন অনেক পিঠাই দেখলাম, যা আগে কখনও দেখি নাই। অভিভাবক আফরোজা আক্তার জানায়, আমাদের শিশুরা এখন ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়ছে। এ ধরণের পিঠা উৎসব শিশুদেরকে স্বাস্থ্যসম্মত ও দেশীয় খাদ্যের অভ্যাস গড়ে তোলছে।

মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 




















