ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘরে ঢুকে গৃহবধূ ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৯ মার্চ) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম।

তিনি জানান, গত রোববার রাতে রায়পুরায় এক গৃহবধূকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন রাকিব। এসময়  ভিডিও ধারণ করে তার এক সহযোগী এবং অপর সহযোগী দরজায় দাঁড়িয়ে পাহারা দেন। পরে ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেন তারা। এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র‍্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণের মোবাইলসহ দুটি মোবাইল ফোন জব্দ করে র‍্যাব। পরে তার কাছ থেকে বাকি আসামিদের পরিচয় পাওয়া যায়। তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঘরে ঢুকে গৃহবধূ ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৯ মার্চ) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম।

তিনি জানান, গত রোববার রাতে রায়পুরায় এক গৃহবধূকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন রাকিব। এসময়  ভিডিও ধারণ করে তার এক সহযোগী এবং অপর সহযোগী দরজায় দাঁড়িয়ে পাহারা দেন। পরে ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেন তারা। এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র‍্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণের মোবাইলসহ দুটি মোবাইল ফোন জব্দ করে র‍্যাব। পরে তার কাছ থেকে বাকি আসামিদের পরিচয় পাওয়া যায়। তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।