চেনাচুর খাওয়া হলনা আমিনার
৪ বছর বয়সী আমেনা দোকানে গিয়েছিল চানাচুর কিনতে। কিন্তু দোকান থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় মারা যায় সে। ৫ এপ্রিল শনিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার হাসনখিলা এলাকায় এঘটনা ঘটেছে।
নিহত আমেনা ওই গ্রামের ভ্যানচালক আজমল হকের মেঝো সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় আজ দুপুরে দোকান থেকে চানাচুর কিনে ফেরার পথে অটোরিকশার চাপায় আমেনা খাতুন গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।