জামালপুরের মেলান্দহে চোর সন্দেহে গণপিটুনিতে রিপন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, চুরির সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে পলাশতলা গ্রামের বুরহান উদ্দিনের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়ে নিহত রিপন মিয়া। পরে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, রিপনের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ অনেক মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।