জয়পুরহাটের পাঁচবিবিতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে নেমে তারই বোন সেলিনা আঞ্জুয়ারা মাছ ধরেন। বিষয়টি জানতে পেরে আনোয়ার তার বোনকে গালিগালাজ করেন। পরে এ নিয়ে রাত ১১ টার সময় আবারও আনোয়ার, তার বন্ধুর সঙ্গে প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার উঠানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করেন।
পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, প্রতিবেশীদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।