জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ শাশুড়ির জন্য দোয়া চেয়ছেন । একইসঙ্গে গুরুতর অসুস্থ দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদের জন্যও দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (৫ জুলাই) বেলা ২টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চান। শফিকুর রহমান লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (ICU) চিকিৎসাধীন আছেন। জীবনের এই সন্ধিক্ষণে সকলের কাছে একান্ত দোয়া প্রার্থী। সুস্থতা-অসুস্থতা ও হায়াত-মউতের মহান মালিক আল্লাহ তায়ালা যেন তার এই বান্দির প্রতি একান্ত রহমত বর্ষণ করেন।শফিকুর রহমান আরও লিখেছেন, একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ দায়িত্বশীল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মাওলানা রাফি উদ্দিন আহমদ সাহেবও বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তার জন্যও আমি সকলের কাছে একান্ত দোয়া প্রার্থী।